নিউজ ডেস্ক: যান্ত্রিক ক্রটির কারণে উড়ন্ত অবস্থাতেই সৌদি এয়ারলাইন্সের বিমানের সামনের চাকায় আগুন ধরে যায়। পরবর্তীতে জেদ্দা বিমানবন্দরে তিন বারের চেষ্টায় জরুরি অবতরণ করে বিমানটি। আর সে অবতরণের মুহূর্ত ছিল ভয়াবহ, দুর্বিসহ। এ ঘটনা গত মঙ্গলবার (২২ মে) মদিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার সময়। সেই ভয়াবহ পরিস্থিতির কথা সময়নিউজকে জানালেন যাত্রীরা।
বাংলাদেশি ১৪১ যাত্রী নিরাপদে বুধবার (২৩ মে) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। জেদ্দা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া সৌদি এয়ারলাইন্সের ১৪১ যাত্রী নিরাপদে ফিরতে পারলেও আতংক কাটেনি। বার বার মনে পড়ছে সেই বিমানের চাকায় আগুন ধরা ও জরুরি অবতনের কথা। যেন তারা নতুন জীবন ফিরে পেয়েছেন।
তবে, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে স্বজনদের কাছে ফিরে আসায় অনেকটা স্বস্তি ফিরেছে তাদের চোখে মুখে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে পৌঁছেই স্বজনদের দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।
যাত্রীরা আরো বলেন, ৪ থেকে ৫ ঘণ্টা আমরা কিছুই বুঝিনি। বিমান নামার জন্যে বার বার চেষ্টা করেছে। সামনের চাকায় আগুন ধরে পুরোটাই নষ্ট হয়ে গেছে। কোনোমতে বেঁচে গেছি।
তবে দুর্ঘটনায় পড়ার কারণ হিসেবে ত্রুটিযুক্ত পুরনো বিমানকেই দায়ী করেছেন যাত্রী। এদিকে, দুর্ঘটনার পর বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন যাত্রীরা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস