ঢাকা: কুমিল্লায় নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে নড়াইলের মানহানির মামলাটি উত্থাপিত হয়নি মর্মে আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে কুমিল্লার নাশকতার দুই মামলায় জামিন মিললেও নড়াইলের মামলায় জামিন পাননি খালেদা।
নড়াইলের মানহানি মামলায় খালেদার আবেদনের আদেশ দেওয়ার আগে হাইকোর্ট ওই মামলার সর্বশেষ খালেদার আইনজীবীদের কাছে জানতে চান।
আদালত বলেন, ২৫ মে দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন ছিল শুক্রবার। যেহেতু বন্ধের দিন ছিল সেহেতু রোববার এ মামলার বিষেয় কি আদেশ হয়েছে। আদালতে উপস্থিত খালেদা জিয়ার আইনজীবীরা এ বিষয়ে সর্বশেষ কোনো তথ্য আদালতে উপস্থাপন করতে পারেননি।
তখন আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ বলেন, আগামী ৩০ আগস্ট দিন ধার্য রেখেছেন ম্যাজিস্ট্রেট আদালত। এ পর্যায়ে খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশে আদালত বলেন, আপনারা কোর্টকে মিসগাইড করবেন না। নির্দেশনা নিয়ে এভাবেই মামলা করেন। খুবই দুঃখজনক।
আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, বদরোদ্দোজা বাদল, শাহজাহান ওমর, কায়সার কামাল, আমিনুল হক, মীর মো. নাসির, কামরুল ইসলাম সজল, এহসানুর রহমান ও ফাইয়াজ জিবরান প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস