বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮, ০২:২৬:১৭

রাজধানীর মহাসড়কে দেখা মিললো নৌকার

রাজধানীর মহাসড়কে দেখা মিললো নৌকার

ঢাকা: একটু বৃষ্টিতেই নাকাল অবস্থা পোহাতে হয় ঢাকাবাসীকে। তবে আজকে সকালের বৃষ্টির পর একটু বেশিই অসুবিধা হচ্ছে ঢাকায় বসবাসরতদের। এমনিতেই জ্যামের কারনে চলাচল করা দায়, তার উপর বৃষ্টি যেন জ্যাম দ্বিগুন করে দিয়েছে।

আজ সকালে বৃষ্টি হলেও রাজধানীর বিভিন্ন সড়কে এখনো রয়েগেছে হাটুপানি। রিক্সা থেকে শুরু করে সকল ধরনের যান চলাচলে অসুবিধা হলেও রাজধানীর কাজীপাড়ায় মহাসড়কে দেখা মিললো নৌকার।

৫০ টাকার বিনিময়ে যাত্রী পারাপার করছেন একজন। মিরপুরে মেট্রো রেলের কাজ চলায় এ এলাকার মানুষের ভোগান্তি এমনিতে বেশি। তার উপর কাজীপাড়ার ১০ নম্বর গোল চত্বরে একটু বৃষ্টিতেই হাটু পানি অবস্থা হওয়ায় এ এলাকার মানুষের ভোগান্তি বেড়েছে কয়েকগুন।

তাইতো বেড়েছে রিক্সা ভাড়াও, শুধু মোড় পার হতেই রিক্সা ওয়ালাকে দিতে হচ্ছে ২০ টাকা।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে