শনিবার, ০২ জুন, ২০১৮, ০৪:১৭:৪৯

ব্রেইন স্ট্রোকে শিমলা’র মৃত্যু, শোকের ছায়া

ব্রেইন স্ট্রোকে শিমলা’র মৃত্যু, শোকের ছায়া

ঢাকা: হবিগঞ্জর নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী শিমলা বেগম (১৫) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে, নেমে এসেছে শোকের ছায়া। সে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য বক্তারপুর গ্রামের সামছুন্নার বেগমের মেয়ে। সে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরন করেছে।

জানা যায়, গত তিন দিন পূর্বে শিমলা হঠাৎ অসুস্থবোধ করলে তাকে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার কিডনিতে পাথর পেয়ে প্রয়াজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এরপর সেখান থেকে তাকে বাড়ীতে নিয়ে আসেন তার অভিভাবকরা।

গত মঙ্গলবার রাতে সে ব্রেইন ষ্টাক করলে প্রথমে সিলেট ও পরে অবস্থার অবণতি দেখা দিলে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২দিন আইসিইউতে রাখার পর গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অসময়ে চলে যায় না ফেরার দেশে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে তার মৃতদেহ নিয়ে বহনকারী এম্বুলেন্স নিজ বাড়ীতে নিয়ে আসার পর এক হৃদয়বিদারক দৃশ্যর অবতারনা হয়। শিমলার অকাল মৃত্যুত এলাকায় নেমে আসে শোকের ছায়া।

খবর পেয়ে শেষ বিদায় জানাতে ছুটে আসেন তার সহপাঠী, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা। সন্ধা ৭টায় নামাজে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে