ঢাকা: এইমাত্র পাওয়া খবর, ধানমন্ডিতে হঠাৎ বিস্ফোরণ। ধানমন্ডি আবাহনী মাঠের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছ। খবর পেয়ে পুলিশের কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে তাজা ৪টি ককটেল উদ্ধার করে। পরে ককটেলগুলি ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
পুলিশ জানিয়েছে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো চিহ্নিত করা যায়নি।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি আবাহনী মাঠের পাশের ১২/এ সড়কের ফুটপাতে একটি ককটেল বিস্ফোরিত হয়ে একটি প্রাইভেট কারের জানালায় লাগে। এসময় আরও চারটি ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশের কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে আসে এবং যান চলাচল বন্ধ করে দিয়ে সেগুলোর বিস্ফোরণ ঘটায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘ককটেল পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিছুক্ষণের মধ্যেই কাউন্টার টেররিজমের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে আসে। পরে তারা সেখানে চারটি ককটেল লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেখতে পেয়ে তারা ঘটনাস্থলে তা ধ্বংস করে।’
কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেখানে আলামত সংগ্রহ করেছে। তবে এখনও কাউকে এই বিষয়ে চিহিৃত করা সম্ভব হয়নি।
ককটেলগুলো ঘটনাস্থালে ধ্বংস করার সময় সাময়িক যানজটের সৃষ্টি হলেও এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস