শনিবার, ০২ জুন, ২০১৮, ০৮:২০:৪৪

ঢাকায় নামছে মহিলা বাস, থাকবে প্রাথমিক চিকিৎসার সুবিধা

ঢাকায় নামছে মহিলা বাস, থাকবে প্রাথমিক চিকিৎসার সুবিধা

ঢাকা: রাজধানীতে নারীদের জন্য চালু করা হয়েছে ৩৬ আসন বিশিষ্ট এসি বাস সার্ভিস দোলনচাঁপা। বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। 

শনিবার শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।

বাসগুলোতে মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে। ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে প্রতীকীভাবে দুইটা বাস চালু করা হলো। বাংলাদেশের র‌্যাংস গ্রুপ এবং ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের যৌথ উদ্যোগে দোলনচাঁপা বাস সার্ভিসটি চালু করা হয়।
 
র‌্যাংস গ্রুপ সূত্রে জানা যায়, দুই মাসের মধ্যে ঢাকা শহরে আরও ১০টি এই ধরনের বাস নামানো হবে। দুটি রুটে সব মিলিয়ে ৩০টি বাস নামানোর অনুমতি পাওয়া গেছে।

১৫ জুন থেকে আজিমপুর-মিরপুর রুটে সার্ভিসটি চলাচল শুরু করবে বলে জানা গেছে। 
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে