ঢাকা: কামরুল হাসান নাসিমকারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা (আসল বিএনপি) কামরুল হাসান নাসিম। শনিবার (২ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ দাবি করেন।
কামরুল হাসান নাসিম বলেন, ‘আমি বর্তমান সরকারকে বলবো, আপনারা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য চিন্তা করুন। কারণ, ফাঁকা মাঠে গোল দেওয়ার কোনও উদ্দেশ্য নেই আমাদের। অতীতে তিনি দেশের বাইরে যখন যেতেন আমরা দলের পুনর্গঠন ইস্যুতে কোনও কর্মসূচি রাখিনি। এখনও তাকে কারাগারে রেখে পুনর্গঠন করার বা উচ্চ আদালত বসানোর যৌক্তিকতা নেই।’
তিনি বলেন, “আমি ঘোষণা করছি, খালেদা জিয়া মুক্ত হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ দলের নয়া পল্টন কার্যালয়ের সামনে বসবে। আর তিনি শিগগির মুক্ত না হলে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট না করে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের সামনেই বসবে উচ্চ আদালত।”
জিয়া পরিবারের শীর্ষ নেতৃত্বকে রেখেই বিএনপিকে সাজাতে হবে উল্লেখ করে আসল বিএনপির এই নেতা বলেন, ‘কারণ তাদেরও দলের জন্য অবদান আছে।’
দুর্নীতি সুশাসনের অন্তরায় দাবি করে কামরুল হাসান নাসিম বলেন, ‘দেশ পরিচালনা করার সময়ে বেগম জিয়া দুর্নীতি করেননি, তা বলার সুযোগ নেই। কিন্তু বিচারটা ক্ষমতাসীন আওয়ামী লীগ করতে গেলে সাধারণ মানুষ মনে করে, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কাজেই তৃতীয় কোনও রাজনৈতিক দলের শাসনামলে এই বিচার হলে গ্রহণযোগ্যতা পাবে।’
‘সারা পৃথিবীতে বড়দের বিচার নেই’ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তেমন কিছুর সংস্কৃতিতে থেকে একজন অযোগ্য নেত্রী ও দুষ্টু মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিতে সাহায্য করুন। তাকে আমাদের দরকার। তার মুখ থেকে জীবনের এই শেষ সময়ে কিছু নীতি কথা ও সত্য কথা উঠে আসার জন্য হলেও মুক্ত করুন তাকে।’
সবাইকে জিয়াউর রহমান-মশিউর রহমান যাদু ও বিএনপি নিয়ে পড়ালেখা করতে হবে যোগ করে কামরুল হাসান নাসিম বলেন, ‘এখন তো বিএনপিতে জিয়ার মতো কেউ নেই। জোর করে ৩০ বছরের মতো একজন অরাজনৈতিক ব্যক্তি ও গৃহিণী বেগম খালেদা জিয়াকে বদু কাকারা কিসের জন্য দলের চেয়ারপারসন করেছিলেন তা আমি আবিষ্কার করেছি। তবে তা মুখে বলতে পারবো না। তবে সময় বদলেছে; সবকিছু মা-পুত্রের কথায় চলবে না।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস