ডেস্ক রিপোর্ট : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইফতারের সময়ের ১০ মিনিট আগেই মাগরিবের আজান দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরে থাকা অনেকেই নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই ইফতার করে নেন। ভুল ধরা পড়লে বিমানবন্দরের অভ্যন্তরীণ চত্ত্বরে চরম হট্টগোলের সৃষ্টি হয়। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইজুল মুন্সি জানান, শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের অভ্যন্তরীণ চত্ত্বরে ইফতারের জন্য অপেক্ষা করছিলেন রোজাদাররা। বিমানবন্দরের কেন্দ্রীয় কন্ট্রোল রুম সেন্টার থেকে আজানের ধ্বনি ভেসে এলে উপস্থিত শত শত মানুষ ইফতার করেন। নামাজেও দাঁড়িয়ে পড়েন কেউ কেউ।
সব কিছু ঠিকই ছিলো। বিপত্তি বাধে ১০ মিনিট পর। সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে আশপাশের এলাকার মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলে ভুল ভাঙে রোজাদারদের। এ সময় উত্তেজিত হয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তারা প্রতিবাদ জানান। কিন্তু তারা কোনো ব্যবস্থাতো নেয়নি, এমনকি রোজাদারদের কাছে দুঃখও প্রকাশ করেননি।
নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরে কর্তব্যরত এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, আজ সন্ধ্যায় কেন্দ্রীয় কন্ট্রোল রুমে দুইজন নারী কর্মরত ছিলেন। কার ভুলের কারণে এই ঘটনা ঘটলো তা তদন্তের পর জানা যাবে। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিমানবন্দরের অভ্যন্তরীণ চত্ত্বরে উপস্থিত জনসাধারণ ছাড়াও দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরাও ১০ মিনিট আগে দেওয়া আজান শুনে রোজা ভাঙেন। বিষয়টি এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দৈনিক আমাদেরসময়
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ