ঢাকা: খালেদা জিয়া কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনকে বলেছেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে রাজি নন। খালেদা বলেছেন, ‘আমি ইউনাইটেড হাসপাতালে যাব।’
আজ বেলা ১১ টার দিকে বেগম জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু বেগম জিয়ার অনিচ্ছার কারণেই তাঁকে নেওয়া হয়নি বলে জানান কারা মহাপরিদর্শক।
কারা মহাপরিদর্শক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হবে কি না এ ব্যাপারে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খালেদা জিয়ার যে ধরনের চিকিৎসা প্রয়োজন তা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আছে।
কারা মহাপরিদর্শক আরও বলেন, ‘তবে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিতে হলে বিএনপির পক্ষ থেকে আবেদন করতে হবে। এরপর আমরা সেই আবেদন সিনিয়র কর্মকর্তাদের দেখাব। যদি অনুমতি মেলে তবে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হবে।’
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ