নিউজ ডেস্ক: বিএনপির ‘গোপন তথ্য’ ফাঁস করবে জামাত? ভারতের সঙ্গে বিএনপির তিন নেতার বৈঠকের পর ২০ দলে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ঈদের দিন রাতেই বিএনপিকে বাদ দিয়ে জামাত জোটের অন্য শরিকদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে, বিএনপির একাংশ ‘ভারতের এজেন্ট’ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করা হয়। এতে বলা হয়, ভারতের সঙ্গে দেন দরবারে ২০ দলের চেতনার পরিপন্থী। ঐ বৈঠকে জামাত, আসন্ন তিন সিটি করপোরেশনের নির্বাচনে অন্তত একটিতে মেয়র পদে জামাত প্রার্থী চেয়েছে। জামাত ঘোষণা করেছে যে, জামাতকে যদি ২০ দল থেকে রাজশাহী বা সিলেট সিটিতে মেয়র পদ না দেওয়া হয়, তাহলে তারা একক ভাবে প্রার্থী দেবে। তবে, সিটি করপোরেশন নির্বাচন ছাড়াও এখানে ভারতের সঙ্গে বিএনপির কয়েক নেতার বৈঠকের বিষয়টি প্রাধান্য পেয়েছে। জামাত ২০ দলের বৈঠক ডেকে এ বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য জানতে চেয়েছে। এলডিপি এবং বিজেপি ছাড়া গতকালের বৈঠকে জোটের অন্যসব শরীক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিল।
উল্লেখ্য, জুনের শুরুতে আবদুল আউয়াল মিন্টু, আমীর খসরু মাহমুদ এবং হুমায়ূন কবীর ভারত সফর করে দেশে ফেরেন। ১০ দিনের সফরে তাঁরা ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং থিংক ট্যাংকদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে জামাতকে ত্যাগ করার বিষয়টি প্রাধান্য পায়। ভারত গত ১০ বছর ধরেই বিএনপিকে জামাতের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দিয়ে আসছে। জামাত বলছে, তাঁদের কাছে খবর আছে, বিএনপির নেতারা দিল্লিতে জামাতকে ত্যাগ করার মুচলেকা দিয়ে এসেছে। জামাত বলছে, ‘আমাদের কাছেও বিএনপির অনেক গোপন তথ্য আছে। বিএনপি কোথায় থেকে টাকা পায়, সেকথাও জামাত জানে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানকে টেলিফোন করে জামাত বলে দিয়েছে, ‘প্রয়োজনে বিএনপির সব গোপন তথ্য তারা (জামাত) ফাঁস করে দেবে।’ এরপরই জামাত ঈদের দিন ২০ দলের বৈঠক করে। সেই বৈঠকে, ভারতের ব্যাপারে জামাত এবং ২০ দলের শরিকরা কঠোর মনোভাব পোষণ করে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জামাত মনে করে ভারত যুদ্ধাপরাধীদের বিচারে মূল কলকাঠি নেড়েছে। ভারত জামাতকে ধ্বংস করতে চায়। এজন্য তারা এখন বিএনপিকেও ব্যবহার করতে চাইছে। গতকালের বৈঠকে জামাত বলেছে, ‘ভারত এখন ২০ দলীয় জোট ভাঙ্গার ষড়যন্ত্র করছে।’
তবে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, ’২০ দলীয় জোটের ঐতিহাসিক প্রয়োজন ফুরিয়ে গেছে। আমরা নির্বাচনে বৃহত্তর জোট গঠনের কাজ করছি। সেই জোটে জামাতের না থাকার সম্ভাবনা বেশি।’
বিএনপির অনেক নেতাই এরকম মন্তব্য করলেও, এখনো বিএনপির ভেতর শক্ত ভারত বিরোধী গ্রুপ রয়েছে, যারা জামাতকে ২০ দল থেকে বেরুতে দেবে না বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।-বাংলা ইনসাইডার