মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ১২:৪৩:২৩

জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ পরলেন নতুন সেনাপ্রধান

জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ পরলেন নতুন সেনাপ্রধান

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে আজিজ আহমেদকে জেনারেল পদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। মঙ্গলবার (২৬ জুন) সকালে গণভবনে সেনাপ্রধান আজিজ আহমেদকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ জুন) দুপুরে সেনানিবাসে সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের নিকট হতে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আজিজ আহমেদ।

লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ ১৯৬১ সালে ১ জানুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা ছিলেন। তিনি ১০ জুন ১৯৮৩ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ৮ম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে আর্টিলারি কোরে কমিশন লাভ করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জনের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার ইন ডিফেন্স স্টাডিজ, এমএসসি (কারিগরি) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ হতে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এক্সিকিউটিভ) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিইউপি’র অধীনে পিএইচডি ডিগ্রি’র জন্য গবেষণারত আছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বিদায়ী সংবর্ধনা ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এর আগে তিনি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে