ঢাকা: গাজীপুর সিটি নির্বাচনে নাশকতার ষড়যন্ত্রে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজানকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে নাশকতার ষড়যন্ত্র সংক্রান্ত দুটি অডিও ক্লিপও জব্দ করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিএনপি নেতা মিজানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ জুন সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুলশান থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, গাজীপুরে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার ষড়যন্ত্রে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা হচ্ছে বলেও জানান তিনি।
জব্দকৃত অডিও ক্লিপ দুটি যে মেজর অব. মিজানের গোয়েন্দা সূত্রে তা নিশ্চিত হওয়া গেছে। ফোনের অপর প্রাপ্তে যে ব্যক্তি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, তার নাম সাইফুল ইসলাম। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের যুবদলের স্থানীয় নেতা।