শনিবার, ০৭ জুলাই, ২০১৮, ০৮:১০:৪৬

আ.লীগ-বিএনপি সংঘর্ষ

আ.লীগ-বিএনপি সংঘর্ষ

ঢাকা: সাভারে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল-বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল খেলা দেখাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ১টা দিকে সাভার পৌর এলাকার কর্নপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা জেলা (উত্তর) তাঁতী লীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে রহমত উল্লাহ নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাযায়, শুক্রবার রাতে পৌর এলাকার কর্নপাড়া মহল্লার সড়ক বন্ধ করে প্রজেক্টর লাগিয়ে খেলা দেখছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ঢাকা জেলা (উত্তর) তাঁতী লীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন বাড়িতে ফিরছিলেন। সড়ক বন্ধ করে খেলা দেখার কারণ জানতে চেয়ে এর প্রতিবাদ করেন তিনি।

এসময় তর্কাতর্কির পর বিএনপি নেতা রহমত উল্লাহসহ তার লোকজন খোকনের ওপর হামলা চালায়। খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা খোকনকে বাঁচাতে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষে তাঁতী লীগের নেতা হাজী খোকনসহ অন্তত ১০ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অভিযুক্ত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে