ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর চাঁদনীমাঠ এলাকায় গাঁজা ক্রয়ের সময় র্যাবের কাছে হাতেনাতে আটক হয় রাকিব নামে এক মাদকসেবী। বৃহস্পতিবার (১৯ জুলাই) তাকে আটক করা হয়।
এসময় তিনি র্যাব কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘স্যার, আমি তো দেশের সম্পদ আমাকে কেন জেল দিবেন?’
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএস গাউসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ঘটনা ঘটে।
অভিযান শেষে এসএস গাউস জানান, ‘আটকের পর রাকিব বলেন, ‘স্যার, আমি দেশের সম্পদ আমাকে কেন জেল দিবেন? জিন্স প্যান্টের উপরে লুঙ্গি পরা আমার একটা স্টাইল।’
এসময় আরও বেশ কিছু অসংলগ্ন কথা বলেন মাদকসেবী রাকিব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, ‘গাঁজা ক্রয়ের সময় রাকিব নামে ওই মাদকসেবীকে আটক করা হয়। এসময় গাঁজা বিক্রেতা মুক্তা খাতুনকেও আটক করা হয়েছে।’
পরে রাকিবকে ছয় মাস ও মুক্তা খাতুনকে ১ বছরের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।