নিউজ ডেস্ক: ৪৭ বছরের ইতিহাসে শুধু রাজধানীতেই নয়, দেশে এই প্রথম ইমার্জেন্সি লাইন দেখতে পেল দেশবাসী। নিরাপদ সড়ক, নৌ মন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনে দেশবাসীর টনকই নাড়ায়নি, নড়িয়ে চড়িয়ে দিয়েছে রাষ্ট্রযন্ত্রের বিবেককেও।
আজ বৃহস্পতিবার রাজধানীর খিলখেত এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ রোগীবাহী এম্বেুলেন্সের জন্য একটি ইমার্জেন্সি লেইন তৈরি করে। তাদের সেই কার্যক্রমের একটি ছবি ফেসবুকে আসার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
আন্দোলনকারীদের অনেকে বলছেন, ট্রাফিক পুলিশদেরকে তাদের আসল কাজ শিখিয়ে তবেই তারা রাস্তা ছাড়বেন।
আর এদিকে নিরাপদ সড়কসহ নয় দফা দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি। তারা যেন কারো উস্কানিতে কান না দেয়। সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠানে, নিজ নিজ ঘরে ফিরে যাবার অনুরোধ করছি। কোমলমতি শিশুরা যেন কোনো অপপ্রচারে কান না দেয়, বিভ্রান্ত না হয়। আমরা তাদের সব দাবি বাস্তবায়নের চেষ্টা করছি। ইতোমধ্যে তাদের দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘সড়ক ব্যবস্থাপনায় আগে অনিয়ম ছিল। আমরা সেসব অনিয়ম অনেক দূর করেছি। উল্টো পথে চলা অনেক প্রভাবশালীর গাড়িও ফিরিয়ে দেওয়া হয়েছে। ফুটপাতে গাড়ি চালানো বন্ধ করা হয়েছে। আমাদের আন্তরিকতা থাকা স্বত্ত্বেও নাগরিকদের অসেচতনতার কারণে পুরোপুরি শৃঙ্খলা ফিরিয়ে আনা বিলম্বিত হচ্ছে।’