ঢাকা: ঢাকা মহানগরীতে আজ সোমবার রাত ৮টা পযর্ন্ত ব্যাংক খোলা ছিল। এছাড়া আগামীকাল মঙ্গলবার (২১ আগস্ট, ঈদের আগের দিন) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং চলবে।
বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটগুলোতে অনেক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ অবস্থায় আর্থিক লেনদেন নিরাপদ ও সহজতর করার লক্ষ্যে ঢাকা মহানগরীর কোরবানির পশুর হাটগুলোর কাছাকাছি শাখাগুলোয় বিশেষ ব্যবস্থায় ২০ আগস্ট সান্ধ্য ব্যাংকিং (সন্ধ্যা ৬ থেকে রাত ৮টা পর্যন্ত) চালু রাখা এবং ঈদের আগের দিন ওইসব শাখায় সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিংসহ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হলো।
এসব শাখায় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দেওয়ার বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।