ঢাকা: অবশেষে সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে ৫৫ মণ ওজনের গরু রাজাবাবু। রাজধানীর গাবতলী পশুর হাটে মঙ্গলবার দিনগত (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিক্রি হয়েছে।
রাজাবাবুর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। বুকের মাপ ১০ ফুট, লম্বায় ৮ ফুট। আর ওজন ৫৫ মণ। মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দেলুয়া গ্রামের খামারি খাইরুল ইসলাম খান্নু মিয়ার অতিযত্নে পালন করেন হলস্টেইন ফ্রিজিয়ান জাতের এই গরু।
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি ডা. সেলিম জাহান জানান, সাড়ে ১৮ লাখ টাকায় গাবতলী পশুর হাটে রাজাবাবু বিক্রি হয়েছে বলে ওই গরুর মালিকের মেয়ে মোবাইল ফোনে আমাকে জানিয়েছে।
এবারের কোরবানির ঈদে তার গরুই দেশের সবচেয়ে বড় আকারের ও বেশি ওজনের বলে দাবি করেন খান্নু মিয়া।