রবিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৫১:১৪

জব্দ বাস থানায় নেওয়ার পথে চাপা পড়ে প্রাণ হারালেন এসআই!

জব্দ বাস থানায় নেওয়ার পথে চাপা পড়ে প্রাণ হারালেন এসআই!

ঢাকা: দুর্ঘটনাস্থল থেকে একটি বাস জব্দ করে থানায় নেওয়ার পথে সেটির নিচে চাপা পড়ে রাজধানীর রূপনগর থানার একজন উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তার নাম উত্তম কুমার। রবিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে জব্দ করা বাসটি অপর একজন চালককে দিয়ে রূপনগর থানায় নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এসআই উত্তম কুমার বাসটির সামনে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পথে শাহ আলী থানার রাইনখোলা ঢালে তার মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই উত্তম কুমারের মৃত্যু হয়।

শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই শিউলি বেগম বলেন, ‘বেড়িবাঁধ এলাকায় তিনদিন আগে ঈগল পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়ে। তিনদিন ধরে বাসটি সেখানেই পুলিশ জব্দ করে রেখেছিল। রবিবার বাসটি থানায় নিয়ে যাচ্ছিলেন উত্তম কুমার। তিনি বাসটির সামনে মোটরসাইকেলে ছিলেন। রাইনখোলা এলাকায় পৌঁছানোর পর বাসটি এসআই উত্তম কুমারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

বাসের নিচে চাপা পড়া মোটরসাইকেল পরে বাসের চালককে আটক করে শাহ আলী থানায় রাখা হয়েছে। বাসটিও থানায় জব্দ রয়েছে বলে জানিয়েছেন তিনি। নিহত উত্তম কুমার দেড় বছর ধরে রূপনগর থানায় কর্মরত ছিলেন। এর আগে তিনি কর্মরত ছিলেন শাহ আলী ও পল্লবী থানায়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ আলম বলেন, ‘গত ২৯ আগস্ট বেড়িবাঁধের পানি উন্নয়ন বোর্ড এলাকায় ঈগল পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। পরে বাসটি জব্দ করা হয়। আজকে ঘটনাস্থল থেকে ওই বাসটি ঈগল পরিবহনের অপর একজন চালককে দিয়ে রূপনগর থানায় নিয়ে আসা হচ্ছিল। এ সময় এসআই উত্তম কুমার বাসটির সামনে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। শিয়ালবাড়ি এলাকায় পৌঁছানোর পর বাসটি উত্তম কুমারের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

নিহত এসআই উত্তমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি এলাকায়। তিনি মোহাম্মদপুরে ভাড়া বাসায় স্ত্রী ও দেড় মাসের এক কন্যা সন্তান নিয়ে থাকেন। আইনি প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ তার পরিবারের কাছে সোমবার হস্তান্তর করা হবে। তিনি বলেন, ‘এই ঘটনায় বাসটির চালক দুলাল হোসেনকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে