ঢাকা: দুর্ঘটনাস্থল থেকে ঈগল পরিবহনের একটি বাস জব্দ করে থানায় নেওয়ার পথে সেটির নিচে চাপা পড়ে রাজধানীর রূপনগর থানার একজন উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তার নাম উত্তম কুমার। রবিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে জব্দ করা বাসটি অপর একজন চালককে দিয়ে রূপনগর থানায় নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এসআই উত্তম কুমার বাসটির সামনে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পথে শাহ আলী থানার রাইনখোলা ঢালে তার মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই উত্তম কুমারের মৃত্যু হয়।
উপপরিদর্শক তাঁর জন্মদিনের মাত্র একদিন আগে দুর্ঘটনায় প্রাণ হারান। নিহত এসআই উত্তমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি এলাকায়। তিনি মোহাম্মদপুরে ভাড়া বাসায় স্ত্রী ও দেড় মাসের এক কন্যা সন্তান নিয়ে থাকেন। সহকর্মী মোহাম্মদপুর থানার পুলিশের এএসএই রাসেল জানান, গতকালই ছিল উত্তম সরকারের ৩২ বছরের শেষ দিন। আজ সোমবার ৩ সেপ্টেম্বর উত্তমের জন্মদিন! অথচ জন্মদিনের মাত্র একদিন আগেই চলে গেল। ৩৩ বছরে পা দেওয়া হলো না।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ আলম বলেন, গত ২৯ আগস্ট বেড়িবাঁধের পানি উন্নয়ন বোর্ড এলাকায় ঈগল পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়। পরে বাসটি জব্দ করা হয়। গতকাল ঘটনাস্থল থেকে ওই বাসটি ঈগল পরিবহনের অপর একজন চালককে দিয়ে রূপনগর থানায় নিয়ে আসা হচ্ছিল। এ সময় এসআই উত্তম কুমার বাসটির সামনে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। শিয়ালবাড়ি এলাকায় পৌঁছানোর পর বাসটি উত্তম কুমারের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় বাসটির চালক দুলাল হোসেনকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’