ঢাকা: নাম আল আমিন, বাড়ি শরীয়তপুর ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা গ্রামে। বাবা রাস্তার কিনারায় বসে চানাচুর বিক্রি করে। পাঁচ সন্তানের সংসার তার। দরিদ্রের কষাঘাতে ছেলের পড়ালেখা যখন অনিশ্চিত তখন ছেলের রেজাল্টে সব হয়ে উঠেছে কান্না ভরা সংসারে উজ্জ্বলতা।
দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গ ইউনিটে ১৭তম হয়েছেন আল আমিন। আল আমিন বলেন, বাবার দরিদ্রতায় পড়াশোনা করতে অনেক কষ্ট হয়। বই ধার করে এনে পড়তে হতো। রাতে বেশি পড়তে পারতাম না। আল্লাহ ইচ্ছায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঞ্জ পেয়েছি।
আল আমিনের বাবা খোরশেদ ফকির বলেন, আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়। ছেলের লেখাপড়ার খরচ আমার দিতে কষ্ট হয়। ছেলে নিজের ইচ্ছায় এই পর্যন্ত পড়াশোনা করে আসছে। বিভিন্নজনের সাহায্য সহযোগিতায় দিয়ে আল আমিন তার পড়ালেখা খরচ জুগিয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই দৈনিক কালেরকণ্ঠ ও নিউজজি২৪ডটকমে ‘আর কি পড়া হবে চানাচুর বিক্রেতার ছেলের’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর র্যাব প্রধানের পক্ষে মোহাম্মদ তাজুল ইসলাম আল আমিনকে ফুলের শুভেচ্ছা ও আর্থিক অনুদান প্রদান করেন।