ঢাকা : রাজধানীর যানবাহনে নারীর শ্লীলতাহানির ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। এসব ঘটনায় অধিকাংশ নারী সম্মানহানির আশংকায় মৌনব্রত পালন করে থাকেন। কিন্তু কখনও কখনও প্রতিবাদে ফেটে পড়েন সাহসীরা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় তেমনই একটি ঘটনা ঘটেছে। যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আক্রোশে ফেটে পড়েন কলেজ পড়ুয়া একজন ছাত্রী। এরপর পেছনের সিটের একজন সহযাত্রীকে চড় থাপ্পড় মারেন।
জানা গেছে, ছেলেটি পেছন থেকে ছাত্রীটির গায়ে একাধিকবার হাত দিয়েছিল। এসময় মেয়েটিও প্রতিবাদে ফেটে পড়েন। পুরো ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়। প্রত্যক্ষদর্শী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেবা সাজিদা মৌ ওই ভিডিওটি পোস্ট করেন।
তবে প্রতিবাদী ওই কলেজ ছাত্রীর সম্পর্কে কিছুই জানা যায়নি। মেয়েটি কোন কলেজে পড়েন, সে বিষয়েও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তেজগাঁও কলেজের শিক্ষার্থী। ওই কলেজকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আশাপাশের এলাকায় ‘গার্লস গ্যাং’ নামের একটি সংগঠনের সচেতনতামূলক কার্যক্রম চলে আসছে বলে জানা গেছে।
ফেসবুকে প্রতিবাদী মেয়েটির সম্পর্কে কমেন্ট আসে, “সাব্বাস বাঘের বেটি – জুতায় কুত্তার বিষ্ঠা মেখে ঠাস ঠাস করে দে ওর নষ্ট মননে।”
“শত পুস্প স্নেহ নিবেদন করলাম তোর চরনে মেয়ে, তোরাই আমাদের আগামীর বাংলাদেশ। নিজের স্বাধীনতা এভাবেই বুঝে নে সোনামনির দল।”
“লম্পটের হাত ভেঙে গুড়িয়ে দে মামণি। লজ্জা ভয় ভেঙে রুখে দাঁড়া দানবের বিরুদ্ধে।”