নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে রাজধানীর শাহবাগে পুলিশের টিয়ারশেলে চোখ হারানো সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বিয়ে করেছেন।
সোমবার সন্ধ্যায় তিনি পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। বর সিদ্দিকুর রহমান ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ঢাকিরকান্দা গ্রামের বাসিন্দা। আর কনে সুমাইয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার, তিলাটিয়া গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।
সিদ্দিকুরের মা ছোলেমা খাতুন বলেন, আমার বউ মা‘র নাম সুমাইয়া। সে আমার বোনের মেয়ে। আমরা ২ বোন রহিমা খাতুন আর সোলেমা খাতুন। সুমাইয়া একটি কওমী মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা রহিম উদ্দিন কাজী স্থানীয় একটি মসজিদের ইমাম। ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে বোনের মেয়েকে ছেলের বউ করে এনেছি।
আগামী শনিবার পুত্রবধূকে নিয়ে তিনি ঢাকায় ফিরবেন।