নিউজ ডেস্ক: শুকরানা মাহফিলে পিপার স্প্রে নিয়ে প্রবেশের চেষ্টা করায় দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা হাজারিবাগ থানার এএসআই মো. রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিবি বলেন, আটক দুই জনকে শাহবাগ থানায় পাঠানো হয়েছে। তারা হলেন-মো. আবিদুর রহমান (১৯) এবং আব্দুল্লাহ মামুন(১৯)।
এএসআই রফিক বলেন, ‘আটক দুই জনের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হয়। কালী মন্দির গেট দিয়ে প্রবেশের সময় তাদের তল্লাশি করে পিপার স্প্রে পাওয়া যায়। এ সময় গোয়েন্দা সংস্থার লোকও ছিল। সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।’
এর আগে রোববার (৪ নভেম্বর) বেলা পৌনে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে অভিবাদন জানান কওমি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। পরে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পাশে মঞ্চে বসেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং নৌমন্ত্রী শাহজাহান খান।
এর আগে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মাহফিল শুরু হয়।