ঢাকা: অবশেষে জিন্নাতের এত উচ্চতার কারণ জানা গেল। মস্তিস্কে পিটুওটারি টিউমারের কারণে কক্সবাজারের রামুর জিন্নাত আলীর শারিরীক উচ্চতা এতো বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক ফরিদ উদ্দিন। তিনি জানান, টিউমার অপারেশন করলেই তিনি শারিরীকভাবে সুস্থ হবেন। আর এই অপারেশন বাংলাদেশে খুব সহজেই সম্ভব। জিন্নাত আলীর ১২ বছর বয়সে টিউমার ধরা পড়ে।
এ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে অপারেশনের পরামর্শ দেয়া হলেও তার পরিবার রাজি হয়নি। তবে জিন্নাতের পরিবার চাইলে যেকোন সময় অপারেশন করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ।