ঢাকা: মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয় নয়াপল্টন এলাকায় দলটির কর্মী এবং অনুরাগীদের উপচেপড়া ভিড় ছিল। দলীয় নেতাদের নামে ব্যানার ফেস্টুন, ধানের শীষ, হাতি-ঘোড়া এবং ঘোড়ার গাড়ি নিয়ে শোডাউন করছেন নেতা কর্মীরা। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা মহাসমাবেশের রূপ নেয়।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল থেকে মনোনয়ন প্রত্যাশী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে দলীয় মনোনয়নপত্র তুলছেন নেতারা। এতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের এই শোডাউন অনেকটা উপভোগ করেছেন দলের অন্যান্য নেতাকর্মীরা। অনেকটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে এই শোডাউন।
এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ এবং নগরীর প্রায় মধ্যবর্তী পল্টন এলাকায় বিএনপির মনোনয়নপত্র বিতরণ ও শোডাউনকে কেন্দ্র করে রাজধানীতে বেড়েছে পায়ে হাঁটা মানুষের সংখ্যা। সকাল থেকে পথে পথে অফিসগামীদের স্রোত দেখা গেছে। কোথাও কোথাও যানজটে আটকে থাকা বাস থেকে নেমে যাত্রীদের হাঁটতে দেখা গেছে গন্তব্যের দিকে।
সূত্র: আরটিভি অনলাইন