ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। দুপুর ১ টা ১০ এর দিকে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানরত পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এসময় তারা পুলিশের অন্য আরেকটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১টার সময়ও দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ টিয়ারশেল ছুঁড়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়ছে। পুলিশের একটি গাড়িও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ছে পুলিশ। এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।
নয়াপল্টনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।