ঢাকা: গতকাল নয়াপল্টনে বিএনপির নেতা কর্মীদের সাথে সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পর পরই জানা গিয়েছিল ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করা হবে। একদিনের মধ্যেই সেই কাজটি করে ফেলল পুলিশ। পুলিশের গাড়িতে আগুন দেয়া যুবককে শনাক্ত করা হয়েছে। এমন দাবী করেছেন পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস।
তার মতে, পুলিশের গাড়িতে যে আগুন দিয়েছে তাকে শনাক্ত করা হয়েছে। তার নাম শাহজালাল খন্দকার। সে পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
একই সময়ে পুলিশের গাড়িতে উঠে লাফানোর দৃশ্য চোখে পড়ে আরেকজনের। তাকেও শানক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তার মতে এই যুবকও ছাত্রদলের। এছাড়া পুরো ঘটনায় ৩০ জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তবে অভিযানের সময় আটক ৬৫ জনের মধ্যে এই দুই জন নেই বলেও জানিয়েছেন তিনি।