নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে বাছাই করে ‘খসড়া’ প্রার্থী তালিকা তৈরি করেছে বিএনপি। তিনশ’ আসনের মধ্যে পঞ্চাশটি জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের জন্য রেখে বাকি আড়াইশ’ আসনের জন্য দলীয় প্রার্থীদের এ তালিকা তৈরি করেছে দলটির মনোনয়ন বোর্ড। বিএনপির মনোনয়ন বোর্ডসহ একাধিক নির্ভরযোগ্য সূত্রে ১৭৫টি আসনে প্রার্থী মনোনয়নের ‘খসড়া’ তালিকায় স্থান পাওয়াদের নাম পাওয়া গেছে। নিচে ঢাকার বিভিন্ন আসনে নামগুলো আসনওয়ারি তুলে ধরা হলো-
ঢাকাঃ আব্দুল মান্নান ঢাকা-১), আমানউল্লাহ আমান (ঢাকা-২), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), সালাহউদ্দিন আহমেদ (ঢাকা-৫), হাবিব-উন-নবী খান সোহেল (ঢাকা-৮), মির্জা আব্বাস (ঢাকা-৯), এমএ কাইয়ুম (ঢাকা-১০), এসএ সাজু (ঢাকা-১৪), মামুন হাসান (ঢাকা-১৫), মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী (ঢাকা-১৭), ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (ঢাকা-১৯।