আরিফুর রহমান তুহিন: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারাহ হোসেন। ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহানগর উত্তর বিএনপির সভাপতি আবদুল কাইউম দেশের বাইরে থাকায় সারাহকে প্রার্থী করতে চায় কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা এই জোট। ঐক্যফ্রন্ট ও বিএনপির সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিএনপি নেতা কাইয়ুম বর্তমানে মালায়শিয়ায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে ডজনের অধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই নির্বাচনকালীন সময়ে দেশে ফেরার সম্ভাবনা খুবই কম সাবেক এই ওয়ার্ড কমিশনারের। এজন্য ঐক্যফ্রন্ট গুরুত্বপূর্ণ এই আসনে কোনো ঝুকি নিতে রাজি না। তাই তারা কামাল হোসেনের মেয়েকে প্রার্থী করতে আগ্রহী। তবে আলোচনার টেবিলে এই বিষয়ে সমাধান হবে বলে মনে করেন তারা।
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, কাইয়ুম দেশে থাকুক বা দেশের বাইরে সেটা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। কাইয়ুমের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। তিনি এই এলাকয় দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। সুষ্ঠু ভোট হলে কাইয়ুমের বিজয় নিশ্চিত। অন্যদিকে সারাহ হোসেন রাজনৈতিকভাবে তেমন পরিচিত না।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল বলেন, তারা এই আসনের প্রার্থী হিসেবে কাইয়ুমকেই চায়। কারণ তিনি এই এলাকার জনমানুষের নেতা। তবে তাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন তাকেই তারা বিজয়ী করবেন।-আমাদেরসময়.কম