মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮, ১১:৫৯:২৯

হাতিরঝিলের পানি দূষণমুক্ত হবে, থাকবে না দুর্গন্ধ

হাতিরঝিলের পানি দূষণমুক্ত হবে, থাকবে না দুর্গন্ধ

ঢাকা: হাতিরঝিল প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ছিল বৃষ্টির পানি সংরক্ষণ এবং ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করা। কিন্তু বিভিন্ন পয়েন্ট দিয়ে দূষিত পানি প্রবেশ করায় ঝিলের পানি দুর্গন্ধময় হয়ে পড়ে।

এবার শীত মৌসুমে এসব পয়েন্টের স্লুইসগেট আটকে রেখে পানি পরিশোধনাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

হাতিরঝিলে সারাবছরই পানি ধরে রাখার ব্যবস্থা করা হয়। কিন্তু ড্রেন ও পাইপের মাধ্যমে ময়লা পানি ঢুকে পড়ায় ঝিলের পানি দূষিত হয়ে পড়ে। প্রতিবছর শুষ্ক মৌসুমে দুর্গন্ধ বের হয়।

এছাড়াও বেড়াতে আসা এবং পথচারীদের ফেলে দেয়া বর্জ্য ও প্লাস্টিক সামগ্রীতেও অপরিচ্ছন্ন এবং দূষিত হচ্ছে ঝিল। কিন্তু জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই বিশাল জলাধার দূষণমুক্ত রাখা জরুরি।

প্রকল্প কর্তৃপক্ষের বাইরেও পরিবেশ অধিদপ্তর প্রতিমাসেই হাতিরঝিলের পানি পরীক্ষা করে।

বাথটাবের আদলে পানি শোধনাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। পানি প্রবেশের স্লুইচগেটগুলো আটকে দিয়ে এরই মধ্যে মাটি সরানোর কাজও শুরু হয়েছে।

এই কাজ শেষে হাতিরঝিলের পানি দূষণমুক্ত হবে, থাকবে না দুর্গন্ধ- এমন আশা প্রকল্প সংশ্লিষ্টদের।-চ্যানেল আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে