বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮, ০৮:৩৭:৩৫

নৌকার টিকেট পেয়ে বাকশক্তি ফিরে পেয়েছেন দীর্ঘদিন অসুস্থ থাকা হাজী সেলিম

নৌকার টিকেট পেয়ে বাকশক্তি ফিরে পেয়েছেন দীর্ঘদিন অসুস্থ থাকা হাজী সেলিম

নিউজ ডেস্ক: শুধু বাকশক্তি ফিরে পেয়েছেন তা নয়, দলের মনোনয়ন পাওয়ার পর বেশ উজ্জীবিতও দেখা গেছে দীর্ঘদিন অসুস্থ থাকা হাজী সেলিমকে।
২০১৬ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম। তবে সম্প্রতি হারানো বাকশক্তি ফিরে পেয়েছেন তিনি। দশম সংসদ নির্বাচনে নিজ দল আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নির্বাচন করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এতে জয় লাভও করেন। গতবার বঞ্চিত হলেও এবার দলের মনোনয়ন পেয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলা শুরু করেছেন এ সংসদ সদস্য।

মনোনয়ন লাভের পর এলাকায় গণসংযোগ শুরু করেছেন হাজী সেলিম। শুভেচ্ছা বিনিময়কালে সবার সঙ্গে অল্পস্বল্প কথাও বলছেন তিনি। তবে কোনো বিষয়ে বিস্তারিত কথা বলার প্রয়োজন পড়লে সহযোগীর সহায়তা নিচ্ছেন।

দীর্ঘদিন অসুস্থ থাকা হাজী সেলিমকে দলের মনোনয়ন পাওয়ার পর বেশ উজ্জীবিতও দেখা গেছে। মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের নিয়ে তা উদযাপনও করেন তিনি। এ সময় বেশ নেচেছিলেনও, যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মনোনয়ন পাওয়ার পর হাজী সেলিমের উজ্জীবিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন তার বড় ছেলে সোলায়মান সেলিম।

তিনি বলেন, “আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছেন বাবা। এলাকায় গণসংযোগ শুরু করেছেন। মানুষের সঙ্গে কথা বলছেন। গণমানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিচ্ছেন। এলাকায় জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগের তিন দফা জরিপে বাবা এগিয়ে ছিলেন। আগামী নির্বাচনে জয়লাভ করে ঢাকা-৭ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবেন তিনি।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের মাঝামাঝিতে স্ট্রোকজনিত সমস্যায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী সেলিম। এরপর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে চিকিৎসা শেষে গত বছর দেশে ফেরেন। তবে দৈনন্দিন কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য, রাজনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক ও সামাজিক সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতেন ইশারা-ইঙ্গিতে। তাকে সহায়তা করতেন তার স্ত্রী গুলশান আরা বেগম ও বড় ছেলে সোলায়মান সেলিম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে