নিউজ ডেস্ক: রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে তাবলিগের দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া -পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এতে রাজধানীর মহাখালী থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়।
আজ শনিবার সকাল ৮টার দিকে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও তার প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, রাজধানীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা বিমানবন্দর এলাকায় তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপক্ষ অপরপক্ষকে ঠেকাতে বিমানবন্দর সড়কে অবস্থান নেয়ায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর মহাখালী থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক রেখে কীভাবে সড়কে যান চলাচল চালু রাখা যায় সে চেষ্টা চলানো হচ্ছে। ডাইভারসন করে রাস্তার একপাশে অন্তত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের উপ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, তাবলীগ জামায়াতের একটি পক্ষ রয়েছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আর অন্য পক্ষের লোকজন ভোর থেকে টঙ্গীর দিকে যাওয়ার চেষ্টা করছেন। এতে বিমানবন্দর সড়কে ঢাকা থেকে বের হওয়ার পথের একপাশে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। আমরা চেষ্টা করছি তাদের সরিয়ে দিতে।
তাবলীগ-জামাত সূত্রে জানা গেছে, সা’দবিরোধীরা আগে থেকেই টঙ্গীর ইজতেমা ময়দান দখল করে আছে। সা’দ অনুসারীরা শুক্রবার রাত থেকে ইজতেমা ময়দানে যাওয়ার চেষ্টা করে। এসময় সা'দবিরোধীদের কাছে থেকে বাধা পায়। এরই পরিপ্রেক্ষিতে কোনও এক পক্ষ বিমানবন্দর সড়কে অবস্থান নিয়েছে।