মঙ্গলবার, ০৪ ডিসেম্বর, ২০১৮, ০৭:৪৫:৩৫

মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

 মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বিএনপি নেতা মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণ করে রিটার্নিং কর্মকর্তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের ওপর শুনানি করে মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও কে এম কামরুলের কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

একই সঙ্গে মির্জা আব্বাসের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের পর মির্জা আব্বাসের আইনজীবী এ কে এম এহসানুর রহমান জানান, গত ২৮ নভেম্বর মির্জা আব্বাসের মনোনয়নপত্র জমা দিতে গেলে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সময় অতিবাহিত হয়েছে বলে তাঁর মনোনয়নপত্র জমা নেয়নি রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। কিন্তু যাচাই-বাছাইয়ের জন্য রিটানিং কর্মকর্তার কাছে পাঠানো না হলে হাইকোর্টে রিট করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে