মঙ্গলবার, ০৪ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৩:০৭

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়, ১৫টি পদের ১৪টিতেই জয়

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়, ১৫টি পদের ১৪টিতেই জয়

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

গত বারের ন্যায় এবারের নির্বাচনেও কর্তৃত্ব বজায় রেখেছে আওয়ামী লীগ-সমর্থিত নীল দল। ১৫টি পদের ১৪টিতেই জয় পেয়েছে নীল দল। সভাপতি হিসেবে মাকসুদ কামাল এক হাজার ৩৬ ভোট পেয়ে টানা তিনবার এবং সাধারণ সম্পাদক হিসেবে শিবলী রুবাইয়াতুল ইসলাম ৮০৫ ভোট পেয়ে পরপর দুইবার নির্বাচিত হলেন।

বিএনপি-জামায়াত-সমর্থিত সাদা দল একটি সদস্য পদে জয়ী হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী।

এর আগে বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।

নির্বাচন কমিশনার জানান, সমিতির এক হাজার ৯৮৮ জন ভোটারের মধ্যে এক হাজার ৫৫১ জন এবার ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হয়েছে। অর্থাৎ ভোট পড়েছে ৭৮ শতাংশ।

এবারের নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দল অংশ নিলেও প্রার্থী দেয়নি বামপন্থী শিক্ষকদের সাদা দল।

সভাপতি পদে পুনর্নির্বাচিত অধ্যাপক মাকসুদ কামাল মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন। সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সিনেট সদস্য।

এ বছর বিএনপি-জামায়াত-সমর্থিত সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক আখতার হোসেন খান। তিনি পেয়েছেন ৪৫৩ ভোট। সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি পেয়েছেন ৬৮৯ ভোট।

এছাড়া নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইমদাদুল হক সহ-সভাপতি; ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী যুগ্ম-সম্পাদক; অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

সাদা প্যানেলের প্রার্থীদের মধ্যে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান সদস্য পদে জয়ী হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে