শুক্রবার, ০৭ ডিসেম্বর, ২০১৮, ০৩:৩২:১৯

২ জানুয়ারি খালেদা জিয়ার মুক্তি : ডা. জাফরুল্লাহ

২ জানুয়ারি খালেদা জিয়ার মুক্তি : ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ৩০ ডিসেম্বর নির্বাচন হবে এবং ২ জানুয়ারি খালেদা জিয়া মুক্তি পাবে। তবে তিনি মুক্ত হবেন ন্যায় বিচারের দ্বারা, কারো দয়াতে না। শুক্রবার ৭ ডি‌সেম্বর জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী চালক দল এর উদ্যোগে নির্বাচন ব্যার্থ ও প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্রের কি হবে ?’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি বলেন, খালেদা জিয়ার প্রতি কোন দয়া চাই না, মুক্তিও চাই না তার প্রতি সুবিচার চাই। সুবিচার হলেই তিনি মুক্তি পাবেন।

সরকারের উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের আমল নামায় কি আছে উন্নয়ন জোয়ার। আর এই উন্নয়ন হলো ইয়াবা উন্নয়ন। বিনা বিচারে হত্যা গুম খুন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, জনগণ বোকা না। সরকারের চোখে ছানি পরেছে, কিন্তু জনগণের চোখ খোলা আছে। উন্নয়ন অবশ্যই হয়েছে কোন সন্দেহ নাই আপনার ২০০৮ সালে সম্পদ ছিল ৩ কোটি ১৯ লাখ, আজকে সেটা ৭ কোটি ২২ লাখ, এটা আপনার ঘোষিত হলফ নামার কথা। আপনি বলেছেন প্রবৃদ্ধি ১০ পারসেন্ট হবে, বাংলাদেশে আড়াই শত ধনী ব্যক্তি আছে এটাকে আপনি কয়েক হাজারে নিয়ে যাবেন। এই প্রবৃদ্ধিতে কার উন্নয়ন দেখেন? প্রতিটি পরিবারে খোঁজ নিয়ে দেখেন অনেকের বয়স্ক পিতা মাথা বিনা চিকিৎসা ভুগছে। তাকে দেখার লোক নেই।

সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, যতই উন্নয়ন দেখিয়ে নির্বাচনকে কব্জা করার চেষ্টা করেন না কেনো আপনাদের সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণ ভোর পাঁচটা থেকে ভোট কেন্দ্রে যাবে। আর আপনাদের দায়িত্ব জনগণকে ভোট কেন্দ্রে পৌঁছানো। কোনো ক্রমেই আনবেন না, নির্বাচনে থাকবো না, বা থাকছি না। এই অবাঞ্ছিত প্রশ্ন ভুলে যান।

তিনি বলেন, আজকে দেশে এতো উন্নায়ন হয়েছে, হাসিনার সম্পদ দিগুণ হয়েছে, খালেদার পারসোনাল আয় অর্ধেক নেমে এসেছে। এই তথ্য হাসিনা সরকারের নির্বাচন কমিশনের তথ্য থেকে। জয় আমাদের সুনিশ্চিত, এই সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে, মৃত্যুর নৌকা ডুবে যাচ্ছে ৩০ তারিখে। এক্ষেত্রে আপনাদের একটি মাত্র কাজ ভোট কেন্দ্রে আর ভয় নয়। সব ভয় শেষ হয়ে গেছে।

তিনি বলেন, এই সরকারের যারা অপর্কম করেছেন, আপনাদের বলতে চাই, আপনাদেরকে খালেদা জিয়ার মতো ভুগানো হবে না। আপনাদের জামিন দিয়ে দেওয়া হবে।

সামরিক বাহিনীর উদ্দেশ্য করে বলেন, আপনারা একটি বিশেষ প্রতিষ্ঠানের, আপনারা কোন দলের ক্যাডার না। পুলিশ ও আমলা দলীত হয়েছে, আপনারা না। আপনারা দেশের নিরাপত্তা দেন, তাই আপনাদের ও অনেক দায়িত্ব রয়েছে।

সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবির সভাপ‌তি‌ত্বে বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, ‌বিএন‌পির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, দেশ বাচাও মানুষ বাঁচাও আ‌ন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌ফিকুল ইসলাম রিপন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে