নিউজ ডেস্ক: চাঁদপুর-১ আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছে তার সমর্থকরা। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা। এসময় তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।
শনিবার (৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের গেটে তালা দেয় তারা।
মিলনের সমথর্করা সকাল থেকে মনোনয়ন দেয়ার দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মূল গেটে তালা ঝুলিয়ে মাথায় কাফনের কাপড় পরে বিক্ষোভ করছেন এবং নানা ধরনের শ্লোগান দিচ্ছেন।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করে তাদের ক্ষোভের কথা জানান সমর্থকরা। ওই আসনে মিলনের পরিবর্তে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
বিক্ষোভে মিলনের স্ত্রী মহিলা দলের সাবেক নেত্রী নাজমুন নাহার বেবি উপস্থিত রয়েছেন। তার অভিযোগ, দলের জন্য যারা কাজ করছে তাদের মূল্যায়ন করেনি বিএনপি।
এর পর দুপুর ২টা নাগাদ জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করবে এহসানুল হক মিলনের সমর্থকরা। এর আগে গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জড়ো হন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা।