রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল গেটে তালা দিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা। তবে তালা দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ।
চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, কোথায় তালা দিলো? আমরা তো সবাই আছিই। নেতাকর্মীরাও ভেতরে আসছেন যাচ্ছেন।
তিনি অস্বীকার করলেও ঘটনাস্থলে থাকা নেতাকর্মীরা বলছেন, চাঁদপুর-১ আসনে মিলনকে মনোনয়ন দেওয়ার দাবিতে শনিবার দুপুর ১টার দিকে মিলনের সমর্থকরা গেটে তালা দেন।
চাঁদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এহসানুল হক মিলন। কিন্তু সেখানে এবার মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশারফ হোসেন।
জানা যায়, শনিবার বেলা ১২টার দিক থেকে এহসানুল হক মিলনের সমর্থকরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। তার সমর্থকরা মোশারফ হোসেনের মনোনয়ন পরিবর্তন করে মিলনের মনোনয়ন দাবি করে।
বিক্ষোভের একপর্যায়ে তারা কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশপথে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় কার্যালয়ের ভেতরে আগে থেকে অবস্থান করা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ভেতরে আটকা পড়েছেন।- চ্যানেল আই