শনিবার, ০৮ ডিসেম্বর, ২০১৮, ০৭:৩৭:৫০

প্রার্থিতা ফিরিয়ে দিলেও ধন্যবাদ, না দিলেও ধন্যবাদ: কাদের সিদ্দিকী

প্রার্থিতা ফিরিয়ে দিলেও ধন্যবাদ, না দিলেও ধন্যবাদ: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা ফেরত না পেলেও আফসোস নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তিনি বলেছেন, ‘প্রার্থিতা ফিরিয়ে দিলেও ধন্যবাদ, না দিলেও ধন্যবাদ।’

শনিবার নির্বাচন কমিশনে তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শেষে কাদের সিদ্দিকী এ কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচন অন্য নির্বাচনের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। জনগণ ভোট দিতে চায়। জনগণ যাতে ভালোভাবে ভোট দিতে পারে, নির্বাচন কমিশনকে সেই ব্যবস্থা করতে হবে।

কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৪ ও ৮ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তারা ঋণ খেলাপের কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।

কাদের সিদ্দিকী বলেন, আমার আপিল গ্রহণ হলেও ধন্যবাদ। আপিল যদি না মঞ্জুর হয় এবং নির্বাচন যদি সঠিকভাবে হয়, সেজন্যও ধন্যবাদ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্য কমিশনাররাও শুনানি করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

শনিবার আপিল শুনানি শেষে কাদের সিদ্দিকীর মনোনয়ন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানাবে ইসি।

এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকী লড়তে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

তবে কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসন থেকে প্রার্থী হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে