সাব্বির আহমেদ : জাতীয় ঐক্যফ্রন্ট থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী। তিনি এই প্রথম ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন। ওই আসন থেকে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু সুব্রত চৌধুরীর জন্য তিনি আসনটি ছেড়ে দিয়েছেন।
রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইশরাক বলেন, বৃহৎ স্বার্থে আমি ব্যক্তি স্বার্থকে বির্সজন দিলাম। এ আসনটি ঐক্যফন্টের সুব্রত চৌধুরীকে ছেড়ে দেয় বিএনপি। সুব্রত চৌধুরীও তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এর আগে সুব্রত চৌধুরী তার নিজ এলাকা চট্রগ্রাম থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বিএনপি জোটের শরিক এলডিপির চেয়ারম্যান অলি আহমদ ওই আসনটি ছাড়তে চাননি। পরে ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুব্রতকে ঢাকায় মনোনয়ন দেওয়া হয়েছে।
সূত্র: আমাদেরসময়.কম