নিউজ ডেস্ক: ঢাকা-২০ আসনের বিএনপি প্রার্থী তমিজ উদ্দিনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষাণা দিয়েছেন চেম্বার আদালত।
বুধবার (১২ ডিসেম্বর) শুনানি শেষে চেম্বার আদালত এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১১ ডিসেম্বর) ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ তার প্রার্থিতা স্থগিত করেন।
উল্লেখ্য, তমিজ উদ্দিন ধামরাই উপজেলা চেয়ারম্যান পদ থেকে ২৮ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন। তবে তা গৃহীত হওয়ার আগেই তিনি মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ২ ডিসেম্বর তা বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি আপিল করলে ইসি ৬ ডিসেম্বর আপিল মঞ্জুর করে বৈধ প্রার্থী ঘোষণা করে। পরে ইসির সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করে।
আজ বুধবার চেম্বার আদালত শুনানি শেষে তমিজ উদ্দিনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেন।