বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮, ১০:২২:১২

গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. ফজলে রাব্বী মারা গেছেন

গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. ফজলে রাব্বী মারা গেছেন

গাইবান্ধা: গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
জানা গেছে, রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

সাদুল্যাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন জানান, ঢাকার নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টি (জাপা) থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরশাদ সরকারের আমলে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। রাজনীতিতে আসার আগে তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন।

ফজলে রাব্বি পলাশবাড়ি উপজেলার তালুকজামিরা গ্রামে ১৯৩৪ সালের ১ অক্টোবরে জন্ম গ্রহণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে