বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ১০:২৭:৩৭

দোহারে মহিলা লীগের ঝাড়ু মিছিল

দোহারে মহিলা লীগের ঝাড়ু মিছিল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ নেতাদের অভিযুক্ত করে নবাবগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে দোহারে ঝাড়ু মিছিল করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুলের নেতৃত্বে ঝাড়ু মিছিলটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পাড়া রতন ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
 
মিছিল থেকে ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয় নেতাকর্মীরা। মহিলা লীগের নেতাকর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শামীম গেস্ট হাউসে অবস্থানকারী দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বেশকিছু গণমাধ্যমের সংবাদকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে দোহারে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন সহ নবাগঞ্জের আরও ১৪ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি দায়ের করেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিবুর রহমান মাসুদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে