বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ১০:৫৪:১২

টাকা-পয়সা এনেছো?, ফারুকের সঙ্গে এরশাদের রসিকতা

টাকা-পয়সা এনেছো?, ফারুকের সঙ্গে এরশাদের রসিকতা

নিউজ ডেস্ক: আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠানকে (ফারুক) সমর্থনে নিজে ভোট থেকে থেকে সরে দাঁড়ালেও তাকে পাশে পেয়ে রসিকতাও করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করতে তার বাসায় যান ।

ফারুক সাংবাদিকদের বলেন, “তিনি (এরশাদ) প্রথমে জিজ্ঞেস করেছেন- কেমন আছো তুমি, টাকা-পয়সা এনেছ, আমার কাছে টাকা নেই’।

“তারপর হাসি দিয়ে বলেন, ‘টাকা লাগবে না, সমর্থন দেব তোমায়’।”

উৎফুল্ল ফারুক বলেন, “তিনি একজন (এরশাদ) সম্মানীত ব্যক্তি হয়ে, একটা পার্টির এত বছরের প্রধান হয়ে, আমাকে সন্তান ভেবে সমর্থন দিয়েছেন। এটা ইতিহাস হয়ে থাকবে।”

এরশাদ তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিলেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ফেরার পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পৈত্রিক এলাকা রংপুরেরটি রেখে অন্যগুলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

ঢাকা-১৭ আসনে মহাজোটের বড় দল আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর কথা জানান তিনি।

বারিধারায় এরশাদের বাড়িতে এই সংবাদ সম্মেলনের আগেই সেখানে উপস্থিত হন ফারুক। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন।

এরশাদ সাংবাদিকদের বলেন, “ফারুক এসেছিলো আমার কাছে। আমি ওকে সমর্থন দিলাম।”

নিজের শরীরের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, “আমি ভালো আছি তোমাদের দোয়ায়। সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে মহাজোটকে সমর্থন করব। ঢাকা-১৭ আসনে আমি নির্বাচন করতাম, নানাবিধ কারণে আমি বিরত থেকে ফারুককে সমর্থন করলাম।”

‘নৌকার সঙ্গে লাঙ্গলের খুব দরকার’ মন্তব্য করে তিনি বলেন, “দোয়া করি, তিনি (এরশাদ) যেন দেখে যেতে পারেন, তার ছোট ভাই এমপি হয়েছে।”

ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে না পারার জন্য এরশাদের মধ্যে কোনো ক্ষোভ নেই বলেও দাবি করেন নৌকার প্রার্থী ফারুক।

“তার ক্ষোভ- এই কথা কেন আসবে? কেউ যদি বলে ক্ষোভ আছে, আমি বিশ্বাস করি না। সুন্দর রাজনীতির জন্য তিনি দোয়া করেছেন।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে