কেরানীগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর ঢাকার কেরানীগঞ্জে হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের নাম- মো. সবুজ মিয়া (৩৯), মো. মামুন (৩২) ও মো. শরিফ হোসেন ফালান (৩৬)। তবে পরে আদালত থেকে তারা জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহজামান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার তিন জনের পরিচয়ের ব্যাপারে জানানো হয়- আটক সবুজ মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেরাজুর রহমান সুমনের ছোট ভাই, মো. মামুন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেনের বডিগার্ড এবং শরিফ হোসেন ফালান একজন স্বেচ্ছাসেবকলীগ নেতা।
জানা যায়, গয়েশ্বর চন্দ্রের ওপর হামলায় ঘটনায় গত বুধবার (২৬ ডিসেম্বর) হৃদয় নামে এক ব্যক্তি বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর ৪৭)। এই মামলায় বিভিন্ন এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খোরশেদ আলম জানান, আদালত থেকে ওই তিন আসামি জামিনে মুক্তি লাভ করেছেন।
এদিকে মামলার বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি কোনও মামলা করেনি। যে এই মামলার বাদী হয়েছেন, তাকে আমি চিনি না।’