ঢাকা: মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসভোট দিতে এসে না দিয়েই ফিরে গেলেন ধানের শীষের প্রার্থী মির্জ্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। রবিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর মির্জ্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন তারা। পরে সাংবাদিকদের কাছে ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জ্জা আব্বাস অভিযোগ করেন, ‘ভোটের পরিবেশ নেই।’ এসময় ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস তার সঙ্গে ছিলেন।
মির্জ্জা আব্বাস জানান, তারা দু’জনই এই কেন্দ্রের ভোটার।
দেশে কোনও ভোট হচ্ছে না উল্লেখ করে মির্জ্জা আব্বাস বলেন, ‘আমার হাজার হাজার কর্মী ও সমর্থকরা ধানের শীষে ভোট দিতে পারছে না। ভোটারদেরকে বের করে দেওয়া হচ্ছে। শতশত এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকায় সিল মারা হচ্ছে। এ কারণে তিনিও তার স্ত্রী ভোটদান থেকে বিরত থাকছেন।
নির্বাচন কমিশনকে অন্ধ অভিহিত করে তিনি বলেন, ‘দেশে কোনও নির্বাচন হচ্ছে না। যেটা হচ্ছে তা প্রহসন। প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ডুবে যাচ্ছে। আমি চাই, আমার ভোটও তারা দিয়ে দিক।’
৯০ শতাংশ ভোটকেন্দ্র থেকে ধানে শীষের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করে তিনি।