মনিরুজ্জামান উজ্জ্বল : সোমবার, রাত তখন ৯টা। রাজধানীর শাহবাগ থানা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসমুখী রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা। ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়েছে ক্যাম্পাসের প্রবেশ পথ। কর্তব্যরত পুলিশ সদস্যরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পরিচয়পত্র দেখে নিশ্চিত হয়ে তবেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হচ্ছে। শাহবাগ থানার সামনে থেকে টিএসসি পর্যন্ত যতদূর দুচোখ যায় ততদূর জনমানবশূন্য ফাঁকা রাস্তা দেখা যায়।
রাস্তার মাঝখানের ডিভাইডারের ল্যাম্পপোস্টে ঝলমলে উজ্জ্বল আলোতে এক তরুণকে সাইকেলের প্যাডেলে দ্রুত পা চালিয়ে এগিয়ে যেতে দেখা যায়। দূর থেকে ইউনিফর্মধারী এক পুলিশ সদস্যকে একটু পর পর জোরে বাঁশি বাজাতে দেখা যায়।
টিএসসির চারপাশে পুলিশ ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। অদূরে রোকেয়া হলের সামনে হলের কয়েকজন শিক্ষার্থীকে মোবাইল ফোনে সেলফি তুলতে দেখা যায়। গোটা ক্যাম্পাস জুড়ে গা ছমছম নীরবতা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশে গণপরিবহনসহ স্টিকারবিহীন সব প্রকার যানবাহন চলাচল রোববার থেকে বন্ধ রয়েছে। ভোট উপলক্ষে গত কয়েকদিনে ঢাকা ছেড়েছে লাখো মানুষ। তদপরি গণপরিবহন বন্ধ থাকায় দিনের বেলাতেই রাস্তায় লোকসমাগম ছিল কম।
অন্যান্য বছর বছরের শেষ দিন অর্থাৎ থার্টি ফার্স্ট উপলক্ষে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি, গুলশান ও বনানীসহ শহরের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। কিন্তু এ বছর ভিন্ন চিত্র দেখা যায়।
এ প্রতিবেদক আজ রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর মহাখালী, গুলশান, হাতিরঝিল, শাহবাগ ও ধানমন্ডি এলাকা সরেজমিন পরিদর্শনকালে রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য দেখতে পান। সদা ব্যস্ত ঢাকা শহরকে ঘুমন্ত শহর মনে হয়েছে।
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গুলশান ও হাতিরঝিলের বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়।জাগো নিউজ