ঢাকা: এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছিলেন বিএনপির নবীউল্লাহ নবী। প্রতীক পাওয়ার পর থেকেই ঢাকা-৫ আসনে রাতদিন গণসংযোগে ব্যস্ত ছিলেন রাজপথ কাঁপানো এই নেতা। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, দলের অনেক হেভিওয়েট প্রার্থী জামানত হারিয়েছেন, কেউ কেউ আবার ভোট পেয়েছেন ২৫-৩০ হাজার। অন্যদিকে নবীউল্লাহ নবী পেয়েছেন ৬৭,৫৭২।
ঢাকা তো বটেই বিএনপি অন্য যেসব আসনে বেশি ভোট পেয়েছে সেগুলোর মধ্যে এটিও একটি। এদিকে, ভোটের দিন নবীউল্লাহ নবী সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ছুটে বেড়ান। পরাজিত হলেও তার এই অদম্য অধ্যবসায় রাজনৈতিক অঙ্গনে বেশ নজর কেড়েছে।