শুক্রবার, ০৪ জানুয়ারী, ২০১৯, ০৬:২৫:৪০

হাসপাতাল থেকে তারেক রহমানের একান্ত সচিব গ্রেফতার

হাসপাতাল থেকে তারেক রহমানের একান্ত সচিব গ্রেফতার

নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর মতিঝিল থেকে ৮ কোটি টাকা উদ্ধারের ঘটনায় অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দীন অপুকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (৪ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১। অপু হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাশেম।

উল্লেখ্য, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে ধানের শীষ প্রতীকে লড়েন।

নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে মিয়া নুরুদ্দীন আহম্মেদ অপুকে বিএনপির মনোনয়ন দেয়ায় বিক্ষোভ মিছিল করেছিল ডামুড্যা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

নির্বাচনের আগে গত ২৪ ডিসেম্বর সোমবার দুপুরের দিকে গোসাইরহাট উপজেলার কুদালপুর থেকে মিছিল করে উপজেলা সদরে যাওয়ার পথে মিয়া নুরুদ্দিন আহমেদকে কুপিয়ে জখম করেছিল দুর্বৃত্তরা।

গুরুতর অবস্থায় নুরুদ্দিনকে উদ্ধার করে কুদালপুর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। এরপর তখন থেকেই তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিয়া নুরুদ্দীন অপু পেয়েছেন ২ হাজার ৭৩৫ ভোট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে