বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ০৫:১৫:২২

স্ট্রোকে আক্রান্ত হওয়ায় ডান হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে আইনজীবী সানাউল্লাহ মিয়ার

স্ট্রোকে আক্রান্ত হওয়ায় ডান হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে আইনজীবী সানাউল্লাহ মিয়ার

নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৩ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সানাউল্লাহ মিয়া বর্তমানে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা তাকে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী মোহাম্মদ কামরুজ্জামান সুমন বলেন, 'স্ট্রোকে আক্রান্ত হওয়ায় স্যারের ডান হাত ও পা প্যারালাইজড হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এখন তাকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া কথা বলতেও তার কিছুটা সমস্যা হচ্ছে।'
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মামলা পরিচালনা করেন তিনি। ৩৩ বছর ধরে আইন পেশায় যুক্ত আছেন সানাউল্লাহ মিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে