মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯, ০৮:০২:৫১

একটি সত্যিকারের ভালবাসা!

একটি সত্যিকারের ভালবাসা!

জীবনে প্রেম-ভালবাসার কত কাহিনীই না আমরা শুনতে শুনতে বড় হয়েছি। দেখেছি কত প্রেম নিয়ে চলচ্চিত্র। তবে এই প্রজন্মে সত্যিকার ভালবাসা পাওয়াটা হয়ত বড়ই দুস্কর। সেই দুস্করকে জয় করে এক ভালবাসার প্রতিচ্ছবি তৈরি করেছে এই দম্পতি।

বলছি, কাটাবন মোড়ে ভ্যানের উপরে থাকা মানিক, মণি ও তাদের ছোট্ট মাঈনউদ্দিনের কথা। 

অনিক ভৌমিক নামে একজন চিত্রকরের ক্যামেরায় উঠে আসে তাদের জীবন। তার ফেসবুকের পোষ্টটি হুবহু তুলে দেয়া হল।  

‘প্রেম কইরা পালিয়ে বিয়ে করাটা কি খুব দরকার ছিলো?
- ভাই রে.... মণিরে ভাল না বাইসা থাকতে পারি না কি করবো কন?

ভালবাসা নামের শব্দটির সংজ্ঞা যখন হারাতে বসচ্ছিলাম তখনই পরিচয় কাটাবন মোড়ের ভ্যানের উপরে থাকা এই ফ্যামিলির সাথে। কোলে যে সুন্দর ,ফুটফুটে বাচ্চাটি দেখচ্ছেন তার নাম মাঈনউদ্দিন...। বাবা মানিক ও মা এর নাম মণি।

রাস্তায় হাঁটার সময় হঠাৎ চোখ আটকে যায় তাদের দেখে। ভ্যানটা ধরতে গেলে তাদের এক অস্থায়ী আবাস...। এর পেছনের গল্পটা অন্য কোনো সাধারণ গল্প থেকে হয়তো আলাদা..। মানিকের সাথে মণির পরিচয়টা ছিলো বেশ বহুদিনের। দুজনেরই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালোই ছিলো। প্রেম-ভালবাসা তার পরিণতিতে বিয়ে। কিন্তু সেটা ছিলো পালিয়ে.. মেয়ের ফ্যামিলি মেনে নিবেনা তার জন্যই পালিয়ে আসা। জীবন কোনো সিনেমা নয়.. তার জন্যই তারা পায় নি কোনো লটারি,পায় নি সঠিক স্থান। ভাগ্যটা ঘোলা জলের ডোবা হলেও অফুরন্ত ভালবাসাটা যেনো সেই ডোবায় ফুটা পদ্মফুল। মণি অর্থাৎ মানিকের বৌ তাদের বিয়ের পর থেকে এখন পর্যন্ত হাতে তুলে মানিককে খাইয়ে দেয়। মানিক বৌ এর হাত ছাড়া খেতেই পারে না..। অবাক না? অবাকের কিছুই নেই.. এটাই ভালবাসা। দুনিয়া-সংসার সব একদিকে আর মণি-মানিকের ভালবাসাটা একদিকে। মানিকের কাজ বলতে খুব ই সাধারণ .. দিন মজুর হিসেবে কাজ করে সে।

যা পায়, তা দিয়ে খাবার কিনে তা দুজন মিলে ভাগ করে খাচ্ছে..। মাঈনউদ্দিন কে নিয়ে মানিকের বিশাল স্বপ্ন.. তার জন্যই এতো বড় নাম রাখা.. ছবি তোলার সময় বলেছিলো ‘ছেলে একদিন আপনার মতো বড় হবে.. তাই বড় একটা নাম রেখে দিছি’। বড় হওয়াটা পরের ব্যপার তবে যেখানে স্বপ্ন আছে বিশাল আর ভালবাসাটা আছে সাথে সেখানে ভালো কিছু হবেই হবে...
ভ্যানে থাকুক বা রাস্তায় কিংবা পৃথিবীর যেকোনো স্থানে জায়গা না পেলেও দুজনের হাত ধরে সাথে থাকাটার শক্তিটা যেখানে আছে সেখানে ‘অসুখী’ শব্দটি শুধুই বাংলা ডিকশনারির পাতায় থাকা শব্দ।

ভালবাসি, ভালবাসচ্ছি, ভালবাসুম, ভাল না বাইসা থাকতে পারি না তাই একসাথে থাকি.. আর কিছু বুঝি না... ভালবাসা বোধহয় এটাই.. সত্যি এটাই।’
 সূত্র: সময়নিউজ.টিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে